Bangladesh Ex-Cadets' Association (BECA) UTC,UOTC & BNCC EX-MEMBER

আজ BNCC'র ৯৬ তম জন্মবার্ষিকী
  • 2022-11-16

আজকের দিনে ১৬ নভেম্বর ১৯২৭ সনে অফিসিয়ালী অনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে UTC উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর জি এইচ ল্যাংলী। ১৯২৭ এর ১৬ নভেম্বর তৎকালীন পূর্ব বাংলা - বর্তমান বাংলাদেশের মাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে BNCC'র জন্ম প্রতিষ্ঠান UOTC এবং UOTC'র জন্ম প্রতিষ্ঠান UTC ভূমিষ্ট হয় এক শুভ মুহূর্তে।
শুভ জন্মদিন আমার প্রাণের স্পন্দন BNCC.
১৯২৭ সনের জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে UTC'র ট্রেনিং শুরু হয়। এসএম হল থেকে ২৮ জন, জগন্নাথ হল থেকে ৪৪জন, ঢাকা হল থেকে ১০০ জন ছাত্র যোগদান করে ক্যাডেট কোরে। Secretary of State for India'র অনুমতি নিয়ে জিওসি ১৯২৭ সনের ০৬ নভেম্বর ঢাকা UTC গঠনের সাময়িক আদেশ প্রদান করেন। তদনুযায়ী ১৯২৭ সনের ১৬ নভেম্বর অফিসিয়ালি প্যারেড এর মাধ্যমে UTC'র সুচনা হয়। ১৯২৮ সনের ০৯ জুন ১২ ঢাকা কোম্পানি রূপে করা হয়।
 
০১ অক্টোবর ১৯২০ হতে ১৯৪২ পর্যন্ত UTC, ০৯ জুন ১৯২৮ UTC ১২ কোম্পানি ( ঢাকা UTC) নামে, ১৯৪৩ থেকে ২৩ মার্চ ১৯৭৯ পর্যন্ত, ১৯৪৩ থেকে ০১ ডিসেম্বর ১৯৫০ পর্যন্ত ঢাকা কোম্পানি UOTC. ০১ ডিসেম্বর ১৯৫০ থেকে ২৩ মার্চ১৯৭৯ পর্যন্ত ঢাকা ব্যাটালিয়ন UOTC. ২৩ মার্চ ১৯৭৯ থেকে ২২ ডিসেম্বর ২০১৬ BNCC, ২২ ডিসেম্বর ২০১৬ থেকে বর্তমান বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর।