Message from the Chairman
প্রাক্তন ক্যাডেট দ্বারা গঠিত "বাংলাদেশ এক্স ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) সম্পূর্ণ সেবামূলক, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক জাতীয় সংগঠন। সারা দেশে ৪৪টি জেলা ইউনিট এবং ৬৬টি অঙ্গ ইউনিটসহ প্রায় ৬৫ হাজার এক্স-ক্যাডেট সদস্য আর্তমানবতার সেবায় নিয়োজিত। সেবামূলক কার্যক্রমের অনন্ত প্রহরী এক্স-ক্যাডেটরা যুব সমাজের চরিত্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, ইভটিজিং মুক্ত, সোনার বাংলাদেশ গড়বে। সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত এক্স-ক্যাডেটরা দারিদ্র বিমোচনে নিজেরা সংঘবদ্ধ হয়ে সকল ভেদাভেদ ভুলে নিজেদের শ্রম, সময় ও আর্থিক সহযোগিতার মাধ্যমে একসাথে কাজ করছে এটা আমাদের সকলের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। এসব মহৎ ও সেবামূলক কার্যক্রম বিপদগামী যুব সমাজকে সৎ, নির্ভীক, সাহসী করে তোলার মাধ্যমে জাতিকে ইপহার দিচ্ছে দেশপ্রেমী সুনাগরিক- যা বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) এর অবদান। আমি কৃতজ্ঞচিত্তে তাই এক্স-ক্যাডেটদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। নির্ভিক এক্স ক্যাডেটরা দেশের দূর্যোগময় পরিস্থিতিতে জনগণের পাশে থেকে সব ধরণের সাহায্য-সহযোগিতা করবে এটা আমার দৃঢ় বিশ্বাস। সকল এক্স-ক্যাডেটদের প্রতি র’ল আমার প্রাণঢালা অভিনন্দন।
-ব্রিগে. জেনারেল এ কে এম শাহজাহান (অব.), চেয়ারম্যান, জাতীয় নির্বাহী পরিষদ, বেকা, সদর দপ্তর, ঢাকা।