Bangladesh Ex-Cadets' Association (BECA) UTC,UOTC & BNCC EX-MEMBER

Message from the Secretary General
  • 2021-09-14 04:26:42
বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা), জাতীয় নির্বাহী পরিষদ কর্তৃক সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। সেবামূলক কর্মকান্ডে এক্স ক্যাডেটদের নিবেদিত প্রয়াস দেখে আমি সত্যিই মুগ্ধ। অবক্ষয়ের এই সময় সারাবিশ্বে যখন মানবতা বিরোধী যুদ্ধে লিপ্ত ঠিক সেই সময় আত্ম-প্রত্যয়ী এক্স-ক্যাডেটরা নিজেদের অর্থায়নে বিভিন্ন ধরণের সেবামূলক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে দুঃস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একটি নতুন দিগন্ত সৃষ্টি করেছে। বর্তমান সময়ে দুঃস্থ ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানো মানুষের বড় অভাব । বৈশ্বিক করোনা মহামারি পরিস্থিতিতে এই সময় এক্স-ক্যাডেটস্ কর্তৃক খাদ্য সহায়তা, করোনা রোগী হাসপাতালে প্রেরণ, বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, করোনায় শহীদি মৃত্যুতে দাফন কাফনের সহযোগীতাকরণ, লকডাউনে স্থানীয় প্রশাসনকে সহযোগীতা ইত্যাদি ছাড়াও করোনার ভ্যাকসিন প্রদানে গনসচেতনামূলক প্রচার অভিযান সারা দেশের মানুষের কাছে সমাদৃত হয়েছে। বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) নিয়ে আমি গৌরব বোধ করছি।  সুশীল সমাজ গঠনে এক্স-ক্যাডেটদের অবদান অবিস্মরণীয়। কল্যাণময় রাষ্ট্র গঠনে যুব সমাজকে সঠিক দিক নির্দেশনা দিতে বিভিন্ন জেলা ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুঃস্থ মানুষের সাহায্যের উদ্দেশ্যে এক্স ক্যাডেটদের গঠিত কল্যাণ ফান্ড এখন নন্দিত উদাহরণ হিসেবে সমাজে রুপ নিয়েছে। সেবামূলক কর্মকান্ডের অগ্রগতি বৃদ্ধি করবে এটাই আমার প্রত্যাশা। সারাদেশের মানবতা কর্মী এক্স-ক্যাডেটস্ কল্যাণমূলক কাজের মাধ্যমে তাদের ঐক্য, সাহসিকতা, মানসিকতা, ঐকান্তিক প্রচেষ্টা আরো গতিময় করবে বলে আমি বিশ্বাস করি। দীর্ঘ ৩৯ বছর পথ পরিক্রমায় বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) তাদের সেবামূলক কার্য়ক্রমের পতাকা উড্ডীয়মান রেখেছে এবং ভবিষ্যতেও দুঃস্থ, দুঃখী সমাজে অবহেলিত মানুষের পাশে থেকে সাহায্য-সহযোগিতা অব্যাহত রাখবে ইনশা আল্লাহ। এক্স-ক্যাডেটদের মত সমাজের বিত্তবান ব্যক্তিবর্গ আর্তমানবতার সেবায় এগিয়ে আসবে এবং সকল সেবাধর্মী কাজে দলমত ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে এ প্রত্যাশা সবার। মহান আল্লাহ তায়ালা আমাদের সহায় হোন। আল্লাহ হাফেজ।   -লে. কর্নেল আলাউদ্দিন গাজী (অব:), মহাসচিব, জাতীয় নির্বাহী পরিষদ, বেকা, সদর দপ্তর, ঢাকা।