Bangladesh Ex-Cadets' Association (BECA) UTC,UOTC & BNCC EX-MEMBER

"বেকা'র ওয়েবসাইড উদ্বোধন ও ১০ সেপ্টেম্বর জাতীয় কর্মশালা"

"বেকা'র ওয়েবসাইড উদ্বোধন ও ১০ সেপ্টেম্বর জাতীয় কর্মশালা "

আজ (২৫ জুলাই/২২) রাওয়া ক্লাবে "বাংলাদেশ এক্স ক্যাডেটস এসোসিয়েশন (বেকা) জাতীয় নির্বাহী পরিষদ" এর ১৩তম নিয়মিত মাসিক সভা চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল একেএম শাহজাহান (অবঃ) এর সভাপতিত্বে ও মহাসচিব লেঃ কর্ণেল আলাউদ্দিন গাজী (অবঃ) এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বেকা ওয়েবসাইট www.excadet.org.bd উদ্বোধন করা হয়। এখন হতে এই ওয়েবসাইট পেইজের মাধ্যমে সরাসরি বেকা'র সদস্য হওয়া এবং অনলাইনে অর্থ জমা দেওয়া যাবে। সভার শুরুতে বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন বেকা'র মুখপাত্র মাহবুব আলম। সচিব(অর্থ) একেএম জয়নাল আবেদীন মানিক জুন/২২ মাস, বেকা নিউজ বুলেটিন ও বন্যার্ত সহযোগিতার আয় ব্যয় হিসাব পেশ করে,যা অনুমোদন লাভ করে। এক্স ক্যাডেটস জাতীয় কর্মশালা প্রস্তুতি কমিটির আহবায়ক সাবেক মহাসচিব এবিএম শফিকুল হক তাঁর প্রতিবেদনে বলেন-আগামী ১০ সেপ্টেম্বর/২২ রোজ শনিবার দিনব্যাপী সারাদেশে জেলা ইউনিটে মনোনীত  প্রতিনিধি  এক্স ক্যাডেটস্ দের নিয়ে জমকালো ভাবে "এক্স ক্যাডেটস জাতীয় কর্মশালা/২২" আয়োজন করা হবে। প্রতিটি জেলা ইউনিট হতে কমপক্ষে ২জন এবং ঢাকার প্রতি শিক্ষা প্রতিষ্ঠান হতে ১ জন করে এক্স ক্যাডেট এতে অংশগ্রহণ করবে। ইতোমধ্যে উক্ত তারিখে গুলশান নগর ভবনের আধুনিক ডিজিটাল অডিটোরিয়াম বুকিং করা হয়েছে। কর্মশালার উপহার সামগ্রী অর্ডার করা প্রায় চুড়ান্ত। সেশন ও বিভিন্ন ধরনের কার্যক্রম প্রনয়ণ প্রায় শেষ। সম্পুর্ন বিনামূল্যে দিনব্যাপী এই এক্স ক্যাডেটস জাতীয় কর্মশালায় আগত সকলকে সনদপত্র,  সন্মাননা ক্রেস্ট, উপহারসামগ্রী, ৫ বেলা খাওয়া সহ বেকা'র বিভিন্ন ধরনের বৈচিত্রের সম্পর্ক উন্নয়ন প্রতিপাদ্য বিষয়ে দিকনির্দেশনা মূলক লেখিত থিসিস দেওয়া হবে।  এছাড়াও এ-উপলক্ষ্যে সম্পুর্ন রঙিন একটি স্মরনিকা প্রকাশ হবে সেই দিন বেকা হতে। সভার বিস্তারিত সিদ্ধান্ত সমূহ পড়ে জানানো হবে।  সভায় ২৯ জন নির্বাহী সদস্য উপস্থিত ছিলেন।